প্রকাশ: ২০ আগস্ট, ২০২৪ ১০:৩৭ : পূর্বাহ্ণ
১৬ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। আফ্রিকা মহাদেশ থেকে শুরু হয়ে যা ছড়িয়েছে ইউরোপ ও এশিয়াতেও। সুইডেন, পাকিস্তানের পর ফিলিপাইনেও একজনের শরীরে এর ভাইরাস পাওয়া গেছে। ভারতের সব বন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শুধু কঙ্গোতেই মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৪৮ জনের। আফ্রিকার অন্তত ১৩ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্সের নতুন ধরন ক্লেইড ওয়ান বি। ফলে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জরুরি অবস্থা জারি করেছে। সেই সাথে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য সতর্কবার্তায় বলা হয়, মাঙ্কিপক্সের উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু এর মতো। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্যরা সংক্রমিত হতে পারেন। এ ছাড়া মাঙ্কিপক্স আক্রান্ত বণ্যপ্রাণি শিকার করা, চামড়া তোলা ও মাংস কাটা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে।
তবে মাঙ্কিপক্স ভাইরাস আগে থেকেই পৃথিবীতে ছিল। মাঝখানে কমলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। ১৯৫৮ সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় নামকরণ হয় মাঙ্কিপক্স, যাকে সংক্ষেপে বলা হয় মাঙ্কিপক্স।
তবে গত সপ্তাহে মাঙ্কিপক্সের ক্লেড ওয়ান বি ধরনের জেরে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের এই ধরনটি নিয়মিত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। গত সপ্তাহে এই ধরনটি ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হয়। ফলে প্রথমবারের মতো আফ্রিকা ছাড়িয়ে বিশ্বের অন্য মহাদেশে ভাইরাসটি উপস্থিতির বিষয়টি সামনে আসে। আর এখন এশিয়া মহাদেশের দেশ পাকিস্তান ও ফিলিপাইনে এই ভাইরাস পাওয়া গেছে।
পাকিস্তানে মাঙ্কিপক্স আক্রান্ত একজন শনাক্ত হয়েছে। সেই সাথে বিশ^ জুড়ে মাঙ্কিপক্স এর ভয়াবহতা ছড়িয়ে পড়ায় ভারতের সব বন্দরে সতর্কতা জারি করা হয়েছে।