প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৪ ১০:৩০ : পূর্বাহ্ণ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সোমবার (১২ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ৪(চার) জন বিচারক-কে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন।
তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
এদিকে সুপ্রিম কোর্ট সুত্র বলছে নবনিযুক্ত আপিল বিভাগের চার বিচারপতিকে আগামীকাল সকাল সাড়ে ১০ টায় শপথ পড়াবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।