চট্টগ্রাম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ, এক ডেপুটি গভর্নরের পদত্যাগ

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৪ ১:১১ : অপরাহ্ণ

 

ব্যাংকারদের ক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

বুধবার (৭ আগস্ট) তিনি নির্বাহী পরিচালক ১- এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন।

 

সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকাররা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।

এসময় ক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

এদিকে, ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় অভিযোগে ব্যাংকারদের রোষানলে পড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা।

 

Print Friendly and PDF