প্রকাশ: ৩ আগস্ট, ২০২৪ ১১:৩৬ : পূর্বাহ্ণ
ভোলার চরফ্যাসনের দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগর মোহনায় উত্তাল ঢেউয়ের তোপে ১৩ মাঝি নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় সাগরে থাকা অপর জেলেরা তাৎক্ষণিক ৫ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন এখনও ৮ জন।
শুক্রবার (২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম ( ৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০), জাহাঙ্গির মিস্ত্রি (৪৫)।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন- দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫), মনির (৩৩)।
মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন জানান, গত এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের একটি ট্রলারে করে সাগর মোহনায় ১৩ জেলে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ঢেউয়ের কারণে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে ও মাঝি নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ডুবে যাওয়া জেলেদের মধ্যে ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্টগার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও তারা নিজস্বভাবে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছে।