চট্টগ্রাম, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি ঝরবে আরো এক সপ্তাহ

প্রকাশ: ৩ আগস্ট, ২০২৪ ৯:৪৩ : পূর্বাহ্ণ

 

মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে আজও অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত থেমে থেমে আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাতের দাপট ক্ষাণিকটা কম থাকলেও সোমবার থেকে আবার বাড়বে বলে পূর্বাভাসে বলা হচ্ছে।

এদিকে রাজধানীতে বৃহস্পতিবার  থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে শনিবারও ছুটির দিনেও সকাল থেকে বর্ষণমুখর রাজধানী। মানুষ বাইরে খুব একটা বের না হলে জীবিকার প্রয়োজনে যারা বের হয়েছেন তারা পড়ছেন বিপাকে। বৃষ্টির কারণে এক ধরনের স্থবিরতা দেখা দেয় জনজীবনে। কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়।

 

ঢাকা ছাড়াও শনিবার সকাল থেকে দেশের অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নি¤œাঞ্চল তলিয়ে গেছে। উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বেশির ভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বৃষ্টিপাত আরও ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস জানানয়, ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে। জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের আশঙ্কা থাকলেও নি¤œচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে।

 

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 

সেই সাথে আগামীকাল রবিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

এছাড়াও পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

 

Print Friendly and PDF