চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক থেকে আর্জেন্টিনার বিদায়

প্রকাশ: ৩ আগস্ট, ২০২৪ ১০:৪৯ : পূর্বাহ্ণ

 

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নিতে মরিয়া ছিলো ফ্রান্স। সে সুযোগ এসে গেলো শুক্রবার রাতে নিজ দেশে আয়োজিত প্যারিস অলিম্পিকে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচটির আগে হাজার হাজার শত্রুভাবাপন্ন ফরাসি দর্শকের সামনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ রক্ষা হলো না আলবিসেলেস্তাদের।

১-০ ব্যবধানের জয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল।

 

শুক্রবার মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে বলের দখল, লক্ষ্যে শট, গোলচেষ্টা সবদিকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের ৫মিনিটে ফ্রান্সের করা গোলটি আর শোধ করতে পারেনি আর্জেন্টিনা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

 

Print Friendly and PDF