চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৪ ১২:০১ : অপরাহ্ণ

 

লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে অনেক স্থান এখনো জলাবদ্ধ হয়ে আছে। পানিতে ডুবে ৬শ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

 

নদীর পানি কমতে থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। গত তিন দিনে জেলা ৫টি উপজেলার ৮টি পয়েন্টে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে।

 

এদিকে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী গ্রামে পানির স্রোতে নদীগর্ভে বিলিন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ণ বোর্ড।

Print Friendly and PDF