প্রকাশ: ১১ জুলাই, ২০২৪ ১১:৫৬ : পূর্বাহ্ণ
কক্সবাজার শহরে পাহাড় ধসে নারী ও শিশু নিহত হয়েছে ।
বৃহস্পতিবার (১১ই জুলাই) সকালে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন শিকদার বিয়ষটি নিশ্চিত করে জানান, বৃষ্টিার কারণে সকালে পাহড় ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে ডুবেছে শহরের বিভিন্ন এলাকা।