চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েট অফিসার্স এসোসিয়েশন ও নবগঠিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ জুলাই, ২০২৪ ১০:৩৬ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর অফিসার্স এসোসিয়েশনের সাথে চুয়েটের নবগঠিত সাংবাদিক সমিতির নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ০৯ই জুলাই, ২০২৪ খ্রিঃ চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।

 

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোঃ জিল্লুর রহমান, যুগ্ন সাধারণ-সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক, অর্থ সম্পাদক এ.কে.এম. কামরুল হাসান, ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ জিলহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক নিবেদিতা দাশ, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু ও ছাত্রকল্যান অধিদপ্তরের সেকশন অফিসার নুরুল আজিম জুয়েল।

 

অন্যদিকে নবগঠিত চুয়েট সাংবাদিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তানবির আহমেদ চৌধুরী, সাধারণ সম্মাদক হাবিব আসলাম, সহ-সভাপতি জেরিন সুলতানা,সহ-সভাপতি মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসহাব লাবিব, অর্থ সম্পাদক সাইকা শুহাদা, সদস্য মো. ফাহিম রেজা।

 

উক্ত সভায় চুয়েটে চলমান কর্মসূচি এবং সার্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদেও সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা ’বাতিলসহ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ১২ দফা দাবি সংযোজনপূর্বক নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে।অনুষ্ঠান শেষে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে নবগঠিত চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দদেও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

 

 

Print Friendly and PDF