চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকায় নানা সংকট

প্রকাশ: ৯ জুলাই, ২০২৪ ১১:৩৪ : পূর্বাহ্ণ

 

মৌলভীবাজারে বন্যার পানি কমতে শুরু করেলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলা সদর ও রাজনগরের এলাকা থেকে পানি কমলেও কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় অপরিবর্তিত রয়েছে। বন্যাদুর্গত এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে আছে মানুষ।

বন্যার পানিতে কুলাউড়া সরকারি হাসপাতাল প্রাঙ্গণ ও উপজেলা প্রশাসনিক অফিসসহ আশপাশের আবাসিক এলাকা ডুবে আছে। এ পরিস্থিতিতে সরকারি অফিস ও হাসপাতালের সেবা প্রদানে ব্যাঘাত ঘটছে।

 

প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো আশ্রয় কেন্দ্রে আছে ৮ হাজার ৭শ’৮ জন মানুষ। ৭৪ টি মেডিকল টিম কজ করছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ঊর্মি বিনতে সালাম জানান, বন্যাকবলিতদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত আছে। কিছু বিতরণ করা হয়েছে।

 

Print Friendly and PDF