চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পিডিজি কামরুন মালেক সকাশে লায়ন্স ক্লাব অব চিটাগং এর নতুন কমিটির নেতৃবৃন্দ। 

প্রকাশ: ৯ জুলাই, ২০২৪ ১০:০৯ : পূর্বাহ্ণ

 

অসুস্থ প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর ২০২৪-২০২৫ সেবাবর্ষের নতুন কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অবিভক্ত লায়ন্স জেলার প্রাক্তন গভর্নর একুশে পদকজয়ী লায়ন এম এ মালেক এমজেএফ।

৮ জুলাই ২০২৪, সোমবার লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরীনের নেতৃত্বে এ ঘরোয়া আয়োজনে অংশগ্রহণ করেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার যথাক্রমে লায়ন রাজিব সিনহা এমজেএফ, লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন গোপালকৃষ্ণ লালা এমজেএফ, লায়ন ডাঃ মেসবাহউদ্দিন তুহিন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, লায়ন এম সোহেল খান, আইপিপি লায়ন বাবুল কান্তি লালা, ভাইস-প্রেসিডেন্ট লায়ন ইসমাইল চৌধুরী, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, এসোসিয়েট সেক্রেটারি লায়ন সারাহ তানভি, এসোসিয়েট ট্রেজারার লায়ন লিটন কান্তি দত্ত।

 

পিডিজি লায়ন কামরুন মালেক এ সময় মানবতার সেবায় বাংলাদেশের সর্বপ্রাচীন এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব ও মান-মর্যাদার কথা বিবেচনায় রেখে সেবা কার্যক্রম সাজানো ও দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি লায়ন নেতৃবৃন্দকে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ সহ ক্লাবের সেবা কর্মকাণ্ড এগিয়ে নেয়ার আহ্বান জানান।

Print Friendly and PDF