প্রকাশ: ৫ জুলাই, ২০২৪ ৫:২৭ : অপরাহ্ণ
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ এ সমাবেশর আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাওয়া সাজসজ্জা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে সব প্রস্তুতি।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের ইতি টানা হচ্ছে। দীর্ঘ কর্মযজ্ঞের সমাপ্তি টানা হচ্ছে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুতে যান চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।