চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ: ৪ জুলাই, ২০২৪ ১১:৩২ : পূর্বাহ্ণ

 

উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বিপৎসীমা অতিক্রম করে।

এদিকে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, সদর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি আরও কয়েকদিন বাড়তে পাড়ে। সে ক্ষেত্রে সিরাজগঞ্জে স্বল্প মেয়াদি  বন্যা হতে পারে।

 

Print Friendly and PDF