চট্টগ্রাম, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ , ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর ফুলগাজী ও পরশুরামে স্থগিত এইচএসসি পরীক্ষা

প্রকাশ: ২ জুলাই, ২০২৪ ১১:১১ : পূর্বাহ্ণ

 

আকস্মিক বন্যার কারনে ফেনীর ফুলগাজী ও পরশুরামের আজকের এইচএসসি ও আলিম পরিক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই পরীক্ষা কবে হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

 

দুই দিনের ভারী বর্ষণের ভারী ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ৩টি স্থানে ভেঙে জেলার পরশুরামের শালধর, ফুলগাজীর উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুরের বেশ কয়েকটি গ্রাম ঘরবাড়ী, ফসলী জমি, মাছের ঘের প্লাবিত হয়েছে।

 

পানি ঢুকে পড়েছে ফুলগাজী বাজারের দোকানপাটেও। দূর্ভোগে পড়েছে আশপাশের এলাকার মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে খামারীরা। এদিকে, প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুকনো খাবার সরবরাহ করতে শুরু করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য প্রত্যেক বছর  ভারী বর্ষণ ও পাহাড়ী পানির চাপে বাঁধে ভাঙ্গন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড নাম মাত্র মেরামত করে। বছরে ২ থেকে ৩ বার এভাবে বন্যা হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০ টি গ্রামের ১ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ টাকার মাছের ঘের। বীজতলা, ফসলেরও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

 

 

Print Friendly and PDF