প্রকাশ: ২ জুলাই, ২০২৪ ৫:১২ : অপরাহ্ণ
সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ের প্রস্তুতি পর্বে সুখবর পেল আর্জেন্টিনা। দলীয় অনুশীলনে ফিরলেন চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ‘বি’ গ্রুপ রানার্সআপ একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে মহাদেশীয় এই প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল লিওনেল স্কালোনির দল।
চিলির বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি। পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পুরোটা সময় ছিলেন বেঞ্চে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, বেশ কিছু ‘কাইনেসিওলজি সেশন’ করার পর সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মেসি।
গত ২৫ জুন চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান পায়ের ঊরুর সমস্যায় ভুগতে দেখা যায় মেসিকে। ২৪তম মিনিটে প্রাথমিক শুশ্রূষা নেন তিনি। খেলা চলাকালে পরে আরও কয়েকবার নিজেই ঊরুতে মালিশ করতে দেখা যায় তাকে।
ম্যাচ শেষে নিজেই চোট পাওয়ার কথা জানান। পরে পেরুর বিপক্ষে বিশ্রামে থাকায় কোয়ার্টার-ফাইনালে তার খেলা নিয়ে জাগে শঙ্কা। এবার অনুশীলন শুরু করায় একুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা কাটল কিছুটা।