চট্টগ্রাম, শনিবার, ২৯ জুন ২০২৪ , ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, কমেছে দাম

প্রকাশ: ২৬ জুন, ২০২৪ ৯:৫৭ : পূর্বাহ্ণ

 

দেশের অন্যতম বৃহৎ মৎস্য আহরণ কেন্দ্র চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে রুপালি ইলিশের সরবরাহ বেড়েছে, কমে এসেছে দাম। আর, দাম কমতে থাকায় স্বস্তিতে ক্রেতারা। গবেষকরা বলছেন, এবারে বর্ষা মৌসুমে ইলিশ আহরণ বাড়তে পারে। সেক্ষত্রে দাম আরও কমবে বলে জানালেন আড়তদাররা।

গেল মাসে যেখানে এক কেজি ইলিশের দাম ছিল ২৪০০ থেকে ২৫০০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৩০০ টাকায় এবং ১২০০ থেকে ১৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে আসায় খুশি ক্রেতারা।

 

আড়াতদাররা জানান, কিছুদিন আগেও চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে ইলিশের দৈনিক সরবরাহ ছিল ৪০ থেকে ৫০ মণ। আর এখন প্রতিদিন সরবরাহ হচ্ছে ৪০০ থেকে ৫০০ মণ। তাই কমেছে ইলিশের দাম।

গবেষকরা বলছেন, জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়ায় ইলিশের সরবরাহ বেড়েছে। বর্ষার বৃষ্টিতে নদীর পানি বাড়লে আরও বেশি করে ধরা পড়বে ইলিশ।

আড়ত সংশ্লিষ্টরা জানালেন, ইলিশের দাম সামনের দিনগুলোয় আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Print Friendly and PDF