চট্টগ্রাম, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান

প্রকাশ: ২৫ জুন, ২০২৪ ২:২৫ : অপরাহ্ণ

 

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা। এবার শান্ত-সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আফগানিস্তানের এই জয়ে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার (২৫ জুন) কিংসটনে আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানের জয় পায় আফগানরা।

 

আফগানিস্তানের দেয়া ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে তানজিদ তামিম এলবিডব্লু হয়ে ফিরেন ফারুকির বলে। পরের ওভারে পরপর দুই বলে শান্ত ও সাকিবকে আউট করে হ্যাটট্রিক সম্ভাবনা জাগায় নাভিন উল হক।

দলীয় ৪৮ রানে রশিদ খানের বলে ১০ বলে ১০ রান করে বোল্ড হয়ে ফিরেন সৌম্য সরকার। সৌম্যর পর হৃদয়, মাহমুদউল্লাহ ও রিশাদকে ফেরান রশিদ খান। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১০৫ রান করলে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে লিটন দাস খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। রশিদ খানের শিকার ২৩ রান দিয়ে ৪ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ৫৯ রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মুস্তাফিজুর রহমান। আউট হন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন ২ উইকেট।

ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে। শেষদিকে রশিদ ২ ছক্কায় শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা।

 

Print Friendly and PDF