চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোপায় শুরুটা ভাল হলো না ব্রাজিলের

প্রকাশ: ২৫ জুন, ২০২৪ ১১:৩০ : পূর্বাহ্ণ

 

কোপায় শুরুটা ভাল হলো না ব্রাজিলের। ব্রাজিলের ভক্তরা নিজেদের থেকে ৪৭ ধাপ পিছিয়ে থাকা দল কোস্টারিকার বিপক্ষে সহজ এক জয়ই প্রত্যশা করেছিলো।  কিন্তু তা পূরণ তাদের। শেষ পর্যন্ত কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ব্রাজিলিয়ানদের।

একের পর এক গোল মিসে হতাশ করেছেন ব্রাজিলিয়ানরা। এর আগে প্রথমার্ধের পুরো ৪৫ মিনিট এককভাবেই খেলেছে যেন ব্রাজিল। বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ৭৫.৩ ভাগ, কোস্টারিকার ২৪.৭ ভাগ। মধ্য আমেরিকার দেশটির জালে একবার বল জড়ালেও শেষ পর্যন্ত সেটার বৈধতা দেননি রেফারি। ভিএআর দেখে গোল বাতিল করে দেয়া হয় অফসাইডের অজুহাতে।

 

 

আর দ্বিতীয়ার্ধে একের পর এক মিস করে কেবল হতাশাই বাড়িয়েছেন দোরিভাল জুনিয়র শিষ্যরা। লুকাস পাকেতা, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহাদের নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন কোচ দোরিভাল জুনিয়র। বদলি হিসেবে নেমেছিলেন এন্ড্রিক ফিলিপে। শেষ দিকে গোলের আশায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকেও নামানো হয়েছিল। কিন্তু হতাশাটাই শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে তাদের।

ফলে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ করতে হলো ব্রাজিলকে।

 

Print Friendly and PDF