প্রকাশ: ২৪ জুন, ২০২৪ ১০:১৪ : পূর্বাহ্ণ
সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এখন পর্যন্ত ১০ দেশের ১৩শ’ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজযাত্রী। আর এই হাজিদের অর্ধেকের বেশিই ছিলেন অনিবন্ধিত।
তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেয়ায় তারা মারা গেছেন। রোববার এসব তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে।
সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের তিন-চতুর্থাংশের হজের অনুমতি ছিল না। তারা পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই অসহনীয় গরমের মধ্যে সরাসরি সূর্যের আলোয় দীর্ঘ পথ হেঁটেছেন। মৃতদের অনেকে বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছিলেন।
এরআগে, একজন আরব কূটনীতিকের দেয়া তথ্যে জানা যায়, হজে মারা যাওয়া ৬৫৮ মিসরীয়র মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত।
এছাড়া ইন্দোনেশিয়ার অন্তত ১৮৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে। মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলও তাদের হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অনেক ক্ষেত্রেই কর্তৃপক্ষ কারণ উল্লেখ করেনি।
এ বছর হজের সময় সৌদি আরবে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।