চট্টগ্রাম, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার

প্রকাশ: ২২ জুন, ২০২৪ ১০:২৭ : পূর্বাহ্ণ

 

ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দুই দিনের ভরত সফরে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে শনিবার এই সংবর্ধনা দেওয়া হয়।

সকালে সফরসঙ্গীদের নিয়ে ভারতের নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ করেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বেজে উঠে দুদেশের জাতীয় সংগীত।

এরপর দুদেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

 

Print Friendly and PDF