চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ জেলায় বন্যার আশঙ্কা

প্রকাশ: ২১ জুন, ২০২৪ ৩:০০ : অপরাহ্ণ

 

উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটে বন্যার আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ওই তিন জেলায় আগামী ৭২ ঘণ্টায় সাময়িক বন্যা হতে পারে। এছাড়া তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেতে পারে। এতে নদীপাড়ের মানুষের মনে আতঙ্ক বাড়ছে।

 

গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসায় নীলফামারীর ডিমলা উপজেলা দিয়ে বয়ে যাওয়া বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের বেশকিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পড়েছে  কৃষিজমি ও আমন ধানের বীজতলা। ফসলি জমির ধানের বীজতলা, বাদাম, পাট, ভুট্টার খেত বন্যার পানিতে তলিয়ে পচন ধরেছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

তিস্তা ও ধরলা নদীর পানিতে কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া, ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, সানিয়াজান নদীর পানি বেড়েছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকা এবং চরাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে।

 

Print Friendly and PDF