চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হজের ফিরতি ফ্লাইট শুরু কাল

প্রকাশ: ১৯ জুন, ২০২৪ ২:৩০ : অপরাহ্ণ

চলতি বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন হাজিরা নিজ নিজ দেশে ফিরবেন। আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টায় হাজিদের নিয়ে মদিনা থেকে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। আগামী ২২ জুলাই ফিরতি ফ্লাইট শেষ হবে।

এদিকে, এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও দুইজন নারী।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যান।

Print Friendly and PDF