প্রকাশ: ১৮ জুন, ২০২৪ ১১:৩৮ : পূর্বাহ্ণ
অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইউরো অভিযান শুরু করলো ফ্রান্স। কষ্টে হলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা জয়ে রাঙাতে পেরেছে ফরাসিরা। সোমবার (১৭ জুন) দিবাগত রাতে ডুসেলডর্ফে জয় পায় দিদিয়ের দেশমের দল।
ম্যাচের প্রথম ২০ মিনিটে ফরাসিদের আধিপত্যের পর পাল্টা আক্রমণে উঠতে শুরু করে অস্ট্রিয়া। প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়ার মাঝেই ৩৮তম মিনিটে আত্মঘাতী গোল করেন অস্ট্রিয়ার ম্যাক্সিমিলিয়ান ওবার। পরপর দুটি ভুলে হজম করে গোল।
৫৪তম মিনিটে দল ও সমর্থকদের হতাশায় ডুবিয়ে সুবর্ণ একটা সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। পরপর দুই মিনিটে নিশ্চিত আরও দুটি সুযোগ পায় ফ্রান্স কিন্তু ব্যর্থতার জাল ছিড়তে পারেননি তারা।
শেষ দিকে প্রতিপক্ষের বক্সে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দান্সোর কাঁধে লেগে মুখে আঘাত পান এমবাপ্পে। বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে থাকেন তিনি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়ান। সেসময় তার নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
সূত্র: যমুনা অনলাইন