চট্টগ্রাম, রোববার, ২৭ অক্টোবর ২০২৪ , ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রকাশ: ১৮ জুন, ২০২৪ ১০:৫০ : পূর্বাহ্ণ

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি। মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে সরেজমিন দেখা গেছে, রাজধানীর অনেক জায়গায় পশু জবাই করার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর পারিবারিক রীতি মেনে ঈদের পরের দিন পশু কোরবানি করেন অনেকে। সেই ধারাবাহিকতায় আজও চলছে কোরবানি। কেউ কেউ আবার ঈদের দিন কসাই না পেয়ে আজ দিচ্ছেন কোরবানি। কারও কারও পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকায় দুই দিনে একাধিক পশু কোরবানি দিচ্ছেন।

ইসলামের শরীয়ত মতে, কোরবানির পশু জবাই করার সময় থাকে তিন দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সামর্থ্য অনুযায়ী কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে, ঈদের পরের দুদিন পশু কোরবানি করা যায়।

Print Friendly and PDF