চট্টগ্রাম, বুধবার, ২৬ জুন ২০২৪ , ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ করতে শেকড়ের টানে ছুটছে মানুষ

প্রকাশ: ১৫ জুন, ২০২৪ ১০:৩৬ : পূর্বাহ্ণ

 

ঈদের বাকি আর মাত্র দুদিন। তাই শেকড়ের টানে রাজধানী ছাড়ছে মানুষ। আজ শনিবার (১৪ জুন) সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

যাত্রীরা জানান, বাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।নির্ধারিত সময়ে অনেকে বাস না ছাড়ায় ভোগান্তিতে পড়ছেন তারা। এদিকে, অনলাইনে টিকিট কেটে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন কোন কোন যাত্রী।

 

বাস কাউন্টার থেকে জানানো হয়, গাবতলির গরুর হাটের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান বাস কাউন্টারের কর্মীরা। ফলে ঢাকায় ফিরতে সময় বেশি লেগে যাওয়ায় নির্ধারিত সময়ে বাসগুলো টার্মিনাল বা কাউন্টারে পৌঁছাতে পারছে না। এজন্য বাস ছাড়তে কিছুটা দেরি হলেও যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানান তারা।

 

এদিকে, দূরপাল্লার বাস ছাড়াও যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও রেলপথে। সকালে ট্রেন স্টেশনেও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিরাপদে বাড়ি ফিরতে চায় এসব ঘরমুখো মানুষগুলো। অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে, ভিড়ের চাপে হিমশিম খাচ্ছেন লঞ্চ যাত্রীরা।

 

Print Friendly and PDF