প্রকাশ: ১৩ জুন, ২০২৪ ১১:৫১ : পূর্বাহ্ণ
আজ থেকে দেশের স্কুল, কলেজসহ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০ দিনের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ২ জুলাই পর্যন্ত। আগামী ৩ জুলাই থেকে যথারীতি ক্লাস চলবে।
ছুটি শেষে আগামী ৩ জুলাই হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে।
তবে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিখন ঘাটতি পূরণে তিন দিন ছুটি কমিয়ে এনেছে। এর ফলে ৩০ জুন ক্লাস শুরু করবে তারা।