চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার শপথ নেবেন নরেন্দ্র মোদী

প্রকাশ: ৮ জুন, ২০২৪ ১০:৩৩ : পূর্বাহ্ণ

 

 টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে আগামীকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর তিনিই হবেন টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া দ্বিতীয় ব্যক্তি।

রোববার নতুন মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেবেন। শপথ গ্রহণের আগে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ এর নবনির্বাচিত সাংসদরা মন্ত্রিপরিষদের মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসবেন।

 

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নব-নির্বাচিত সংসদ সদস্যরা গতকাল বৈঠকে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে জোটের নেতা নির্বাচিত করেন। একই সাথে তাঁকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হন। রাষ্ট্রপতির ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের সমর্থনপত্র পেশ করেন তারা।

এরপরই এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। একইসাথে তাঁকে নতুন সরকার গঠনের অনুমতিও দেন তিনি। এসময় আগামীকাল রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদি শপথ গ্রহণ করার ইচ্ছা পোষণ করলে রাষ্ট্রপতি তা অনুমোদন করেন।

 

এদিকে, লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্টো দিকে বিরোধী দলনেতার আসনে কে বসবে তা নির্ধারিত হতে পারে আজ। সকালে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ও সন্ধ্যায় সংসদীয় দলের বৈঠক বসবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যদিও, ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে দেখতে চাইছে কংগ্রেসের অনেকেই।

 

Print Friendly and PDF