প্রকাশ: ৫ জুন, ২০২৪ ১:১৪ : অপরাহ্ণ
পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত হাজার হাজার গাছ ধ্বংস করে।
আজ বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, উন্নয়ন প্রকল্পের কারণে গাছ কাটলে, তিন গুণ গাছ লাগাতে হবে।
তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ১৯৮৫ সাল থেকে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীদের প্রতি নির্দেশনা আছে তিনটি করে গাছ লাগানোর। সেই কর্মসূচি এখনো বাস্তবায়ন করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমরা গাছ লাগিয়েছি, আর আন্দোলনের নামে বিএনপি-জামায়াত হাজার হাজার গাছ ধ্বংস করেছে।