চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্মার্ট বাংলাদেশের কর্ণধার হবে আজকের শিশুরা’

প্রকাশ: ৪ জুন, ২০২৪ ১:৩২ : অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশের কর্ণধার হবে আজকের শিশুরা। সেভাবেই শিশুদের আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সকালে গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু ছিলেন জনগণের। তাই যে বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, সেই বাড়িটিকে আমরা জনগণের জন্য উৎসর্গ করেছি।

আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন ও নীতিমালা করেছি। শিক্ষা দীক্ষার মাধ্যমে শিশু যাতে গড়ে উঠতে পারে সে সুযোগ করে দেয়া হয়েছে।

শিশুদের মেধাবিকাশের সুযোগ করে দিতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

Print Friendly and PDF