চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে

প্রকাশ: ৪ জুন, ২০২৪ ১০:৩৪ : পূর্বাহ্ণ

 

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল আটটায় দেশজুড়ে একযোগে ভোট গণনা শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোট গ্রহণের কারণে দ্রুত পাওয়া যাচ্ছে ফলাফল। এপর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ।

ভারতে ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক সংখ্যা-২৭২ আসনে জয়। আর এজন্য অপেক্ষা করতে হতে পারে বিকেল নাগাদ। নির্বাচনের ফল ঘোষণা কেন্দ্র করে সহিংসতা এড়াতে দেশজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।

 

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন হয়েছে ভারতে। এটাকে ‘সবচেয়ে বড়’ নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটারসংখ্যার কারণে। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার ভোটারসংখ্যা ছিল ৯৭ কোটি। যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না। দেড় মাস ধরে চলমান এই নির্বাচনে ৮ হাজার ৩৬০ জন প্রার্থী ভোটে লড়েছেন।

Print Friendly and PDF