চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় পথচারীদের জনদুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ

প্রকাশ: ৩ জুন, ২০২৪ ১২:১৬ : অপরাহ্ণ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পথচারীদের জনদুর্ভোগ নিরসনে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সাদেক ম্যাকারের বাড়ির  সামনে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। রবিবার (২ জুন ) সকালে ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এ আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন।

 

এ ব্যাপারে ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের জনসাধারনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট তৈরীসহ হাট বাজারের উন্নয়ন সাধন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পথচারীদের জনদুর্ভোগ নিরসনে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Print Friendly and PDF