চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ১৩ জুনের টিকিট মিলছে আজ

প্রকাশ: ৩ জুন, ২০২৪ ৯:৪৬ : পূর্বাহ্ণ

 

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট আজ বিক্রয় হচ্ছে ১৩ জুনের আসন। আজ রোববার (৩রা জুন) সকাল ৮টা থেকে এই আসন বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা এ আসন সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যাত্রীদের আসন সংগ্রহের ভোগান্তি দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রেলওয়ের কর্ম পরিকল্পনায় বলা হয়, এবার দুই সময়ে ট্রেনের আসন বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের আসন বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের আসন বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে।

আরও বলা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

 

সূত্র: বৈশাখী অনলাইন

Print Friendly and PDF