চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

 রিলায়েন্স “জি এফ এল”-২০২৪ ফুটবল লীগের খেলোয়ার নিলাম সম্পন্ন

প্রকাশ: ২ জুন, ২০২৪ ১১:২৬ : পূর্বাহ্ণ

চট্রগ্রাম আগ্রাবাদ  গোসাইলডাঙ্গা ৩৬ নং ওয়ার্ড প্রজন্ম ৭১” এর আয়োজনে এবং রিলায়েন্স শিপিং এর আর্থিক পৃষ্টপোষকতায় ‘জি এফ এল’-২০২৪ ফুটবল লীগ উপলক্ষে খেলোয়ার নিলাম কর্মসূচি গত ৩০শে মে হাসেম সওদাগর মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে ফকরুল ইসলাম কাউছার এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর মাননীয় সভাপতি জনাব ওমর হাজ্জাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম  “সি এন্ড এফ” এসোসিয়েশন এর সভাপতি জনাব এ কে এম আকতার হোসেন, এম এস এ সার্ভিসেস লিঃ এর এম ডি জনাব মোঃ দস্তগীর, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ এর সহ-সভাপতি জনাব ইমতিয়াজ বাবলা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মিহির দাশ রামু, ঐকতান ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এমপ্লয়িজ এসোসিয়েশ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ কাজী এনায়েত উল্লাহ ও সানি ট্রেডার্স এর সত্বাধিকারী জনাব আব্দুল আক্কাস সানি।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী ফরিদ কোং এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, আজাদ, কামরুল, লিটন, রবিন, মিনহাজ, আতাউল, রাজিব, সজিব, কাউছার, হাসান, রবিন, রুবেল, খালেদ, আশিক, তুষার, রিজভি, রিদয়, সাকিব, ফয়সাল, সাজ্জাদ, মাইনু, সিফাত, সাব্বির, সুজন ও প্রমুখ।
রিলায়েন্স “জি এফ এল”-২০২৪ ফুটবল লীগ এ ১৬টি দল নিয়ে এবারের আসরের পর্দা উঠবে। উল্লেখ্য, এই ফুটবল লীগে শুধুমাত্র গোসাইলডাঙ্গা-নিমতলা ৩৬ নং ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহন করবে।

Print Friendly and PDF