চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোকে কাঁদিয়ে কিংস কাপের চ্যাম্পিয়ন আল হিলাল, শিরোপা উল্লাস নেইমারের

প্রকাশ: ১ জুন, ২০২৪ ১০:৪৫ : পূর্বাহ্ণ

 

আল হিলালের বাধা টপকাতেই পারছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। তাই তো শিরোপাশূন্য এক মৌসুম শেষ করলেন রোনালদো। সৌদি কিংস কাপের ফাইনালে টাইব্রেকারে হেরে গেছে তার দল আল নাসর। তবে এ ম্যাচে সবকিছু ছাপিয়েছে দু’দলের শারীরিক শক্তি প্রদর্শণ। যার জন্য রেফারিকে ৪০ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে। এর মধ্যে ১০টি হলুদ ও ৩টি লাল কার্ড দেখাতে হয় খেলোয়াড়দের।

শুক্রবার (৩১ মে) জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে আল নাসরকে হারিয়ে শিরোপা উল্লাস করে আল হিলাল। ম্যাচ শেষে রোনালদোর চোখে পানি দেখা গেলেও উল্লাসে মাতেন নেইমার।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মাত্র ৯ মিনিটে আল হিলালকে এগিয়ে দেন আলেক্সান্দার মিত্রোভিচ। সুযোগ পেয়েও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি আল নাসর। বল দখলের চেয়ে পুরো ম্যাচে শারিরিক শক্তি প্রদর্শনে মনযোগি ছিলো দু’দলের ফুটবলাররা। ম্যাচে হয়েছে ৪০টি ফাউল, দশ হলুদ আর তিন লাল কার্ড দেখেছেন দু’দলের ফুটবলাররা।

 

Print Friendly and PDF