চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার পটুয়াখালীর দুর্গত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৮ মে, ২০২৪ ৩:৪৯ : অপরাহ্ণ

 

আগামী বৃহস্পতিবার (৩০শে মে) পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮শে মে) পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি।

এদিকে, মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এ তথ্য নিশ্চিত করেছেন। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে প্রধানমন্ত্রী প্রথমে পটুয়াখালী যাবেন।

 

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ ২৭ হাজার মানুষ। এছাড়াও ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি এবং প্রায় দুই হাজার বাড়িঘর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। একই সাথে রিমালের তাণ্ডবে জেলায় কৃষিখাতে ক্ষয়ক্ষতি হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকার এবং মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমান ২৮ কোটি ৬৯ লাখ টাকা।

 

Print Friendly and PDF