চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘রিমাল’ গভীর নিম্নচাপে পরিণত

প্রকাশ: ২৭ মে, ২০২৪ ৫:৫৫ : অপরাহ্ণ

 

দেশের দক্ষিণ উপকূলে আঘাত হেনে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে এখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন যশোর অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করছে। মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। স্থল  নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে দমকা বাতাসসহ ভারী বৃষ্টি ঝরছে। আগামী দুই দিনএর প্রভাব থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

 

রোববার রাত পৌনে নয়টার দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলা দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রিমাল।

আবহাওয়াবিদরা জানান, এবারও সুন্দরবন ঘূর্ণিঝড়ের সামনে ঝড়ের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। বাতাসের গতিবেগ অনেক কমিয়ে এনেছে সুন্দরবন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনা অঞ্চলকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছে। মধ্যরাতে ঝড়টি উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭২ কিলোমিটার।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ হিসাবে সোমবার দুপুর নগাদ যশোর ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে দুর্বল হয়ে মিলিয়ে যাবে।

স্থল  নিম্নচাপের ভাবে দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে উপকূলীয় এলাকাসহ সারাদেশেই। আরো দুইদিন কমবেশি বৃষ্টি ঝরতে পারে। সকল সমুদ্রবন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

Print Friendly and PDF