চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের জনসচেতনা

প্রকাশ: ২৩ মে, ২০২৪ ২:৩৯ : অপরাহ্ণ

 

বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২৩ মে) সকালে কোস্ট গার্ড বেইসে ৬৫ দিনের সামু‌দ্রিক মৎস্য আহরণ নি‌ষিদ্ধ বিষয়ের উপর এক মি‌ডিয়া বি‌ফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ড।

এজন্য বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট গুলো সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে জানায় বাংলাদেশ কোস্ট গার্ড।

 

বিসিজিএস পোর্টে গ্রান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোসাব্বির চৌধুরী বলেন, সমুদ্র হতে মৎস্য আহরণে স্থানীয় জেলেদের নিরুৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার পতেঙ্গা, সাঙ্গু, সন্দ্বীপ, ভাটিয়ারি, মীরসরাই এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া, মাতারবাড়ী, মহেশখালী, কক্সবাজার, বাহারছড়া, ইনানী, হিমছড়ি, টেকনাফ, শাহপরী ও সেন্টমার্টিন এলাকার বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে বলো জানান তিনি।

 

Print Friendly and PDF