চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে পড়ছে স্বস্তির গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশ: ১৮ মে, ২০২৪ ১০:০৩ : পূর্বাহ্ণ

আজ সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তির দেখা ফিরেছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৮ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের কোথাও কোথাও শীলাবৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকালে থেকেই সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি।

সকাল ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়তে দেখা যায়নি শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীদের।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

Print Friendly and PDF