চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘নারীদের সামাজের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে হবে’

প্রকাশ: ১৫ মে, ২০২৪ ১১:৩৮ : পূর্বাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উন্নয়নে সম্মিলিত সামাজিক আন্দোলনের বিকল্প নেই। পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে নারীদের প্রস্তুত করতে হবে।

আজ বুধবার আইসিপিডি-৩০’র ঢাকায় জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক ২ দিনব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

১৫-১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করছে ইউএনএফপিএ।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. রোকেয়া সুলতানা, জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোসাকা ইয়াসুশি এবং বুলগেরিয়া সরকারের প্রতিনিধিরা যোগ দেন।

 

Print Friendly and PDF