চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের পালিয়ে যাবার রেকর্ড নেই’

প্রকাশ: ১৩ মে, ২০২৪ ২:৩৩ : অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাবার রেকর্ড নেই। বিএনপি নেতারাই বিভিন্ন সময়ে মুচলেকা দিয়ে পালিয়ে গেছে।

তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ পালাবে কেন? রাজনীতির নামে আবারো সন্ত্রাস করলে তাদেরই পালিয়ে যেতে হবে।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি বলেন নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিশ্চিহ্ন হবে। এরজন্য সরকার বা আওয়ামী লীগের কিছু করতে হবে না। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে বিএনপিকে মোকাবেলা করতে চায়। তবে তারা যদি অগ্নিসন্ত্রাস করে তাহলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে, আওয়ামী লীগ প্রস্তুত আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনেনা। সেখানে বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার কাকে ভয় পাবে?

 

বাংলাদেশে আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফর নিয়ে তিনি বলেন বিএনপিকে আবারো মদদ দিবে চাঙ্গা করবে এই পরিস্থিতি এখন নেই। বিশ্বরাজনীতিতে তাদের অবস্থান সংকুচিত হয়েছে।

বিএনপি নির্বাচনে না আসলে এই দায় আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগের কোন বাঁধা ছিলোনা। নির্বাচনে না এসে তাদের আগামী দিনে আরো মাশুল গুনতে হবে।

 

Print Friendly and PDF