চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রকাশ: ৭ মে, ২০২৪ ১২:৩৬ : অপরাহ্ণ

 

দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার (৭ মে) দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে সহজেই জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
সহজ জয় পেলেও অবশ্য বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। কিন্তু ওই ইনিংস খেলার পথে তিনবার জীবন পান তিনি। তার মারমুখী ব্যাটিংয়ে ২৮ বল বাকি রেখেই জয় পায় বাংলাদেশ।

 

দ্বিতীয় ম্যাচে তানজিদসহ টপ অর্ডারের তিন ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তারপরও মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। দুই ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন হৃদয়। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা।

 

সিরিজ জয়ের এই ম্যাচেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সুযোগ কম। কোচ নিক পোথাসও ইঙ্গিত দিয়েছেন, সিরিজ জয় নিশ্চিতের আগে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা কম। বোলিং লাইনআপের দাপুটে পারফরম্যান্সে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই। তবে ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক কেমন করেন, তার প্রতিচ্ছবিও খুব একটা ভালোভাবে দেখা যায়নি। তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতলে টাইগাররা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিনা সেটি দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

Print Friendly and PDF