চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রকাশ: ৭ মে, ২০২৪ ১১:২৭ : পূর্বাহ্ণ

 

কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় গ্রামে বেশি লোডশেডিং দিতে হয়েছে। সেটা কমিয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (৬ মে) বিকেলে সচিবালয়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

অর্থ ও জ্বালানি সমস্যা আছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এই সমস্যা অনেকটা কমে যাচ্ছে। গ্রামে লোডশেডিংও ধীরে ধীরে কমে যাবে। গরমে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়। দেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে, আবার চাহিদাও আছে।

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ালে শহরে কি লোডশেডিং বাড়বে, এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমার মনে হয় না কোথাও লোডশেডিং করে অন্য জায়গায় দেয়ার ব্যবস্থাটা করতে হবে। তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় এখন আমরা আছি।

 

Print Friendly and PDF