প্রকাশ: ৩ মে, ২০২৪ ৪:৩৩ : অপরাহ্ণ
গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি কমিউটার ট্রেন। এতে দুই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।
রেলের মহারিচালক সরদার সাহাদাত আলী জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুরগামী তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিল না। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। অন্যান্য দিন ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামে। আজ বন্ধ থাকায় এটির থ্রোপাস করার কথা। আর অপরদিকে ঢাকা থেকে আসা তেলবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এখানে আপলাইন ও ডাউনলাইন আছে কিন্তু কী কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।