চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে শেষ বিকেলে বৃষ্টির দেখা মিলতে পারে

প্রকাশ: ২ মে, ২০২৪ ১২:০০ : অপরাহ্ণ

দেশের পূর্বাঞ্চল অথ্যাৎ চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের পাশাপাশি সন্ধ্যা নাগাদ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগেও দমকা হাওয়ায় সাথে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ মে) সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে। এদিকে গতকাল বুধবার রাত থেকে সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়াতে, ২৮ মিলিমিটার।

দেশের পূর্বাঞ্চল হয়ে আগামী ৪ থেকে ৫ মে নাগাদ দেশের পশ্চিমাঞ্চলেরও বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা চলমান থাকবে ১১ মে পর্যন্ত। এ সময় তাপমাত্রা কমলেও এরপর থেকে আবারও বাড়তে পারে দাবদাহ।

Print Friendly and PDF