চট্টগ্রাম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াল ২৯শে এপ্রিল আজ

প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৪ ১০:০৭ : পূর্বাহ্ণ

 

বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি (২৯শে এপ্রিল) একটি ভয়াবহ দুঃস্বপ্নের মত। ১৯৯১ সালের এই দিনে দানবীয় ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হানা দিয়েছিল দেশের উপকূলীয় জনপদে। লন্ডভন্ড করে দিয়েছিল মানুষের জীবন।

সেদিন আড়াইশ’ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল জনজীবন। এতে দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের ১ লাখ ৩৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল । ১ কোটি মানুষ হয়েছিল সর্বস্বান্ত।

 

সেদিনের ঐ ঘূর্ণিঝড়ের থেকে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ-লাখ গবাদি পশু। সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ায়।

 

এছাড়া চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছিল হালিশহর, আগ্রাবাদ, কাটঘর, বন্দর, পতেঙ্গাসহ নগরীর উল্লেখযোগ্য এলাকা। বন্দর থেকে ছিটকে যায় নোঙর করা বড় বড় জাহাজ। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় নৌবাহিনীর জাহাজ। আরও ক্ষতিগ্রস্ত হয় বিমান বাহিনীর উড়োজাহাজ।

সেদিনের ভয়াবহ এই ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় চট্টগ্রামের উপকূলবাসীকে। দুঃসহ সে স্মৃতি আজও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে।

 

 

Nova/sat

Print Friendly and PDF