চট্টগ্রাম, বুধবার, ১ মে ২০২৪ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতির যে কোন দুর্দিনে ছাত্রলীগের নেতা কর্মীরা মানুষের পাশে থাকে

প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৩৩ : পূর্বাহ্ণ

 

ফিরিঙ্গী বাজার টেকপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোতোয়ালী থানা ছাত্রলীগেরসভাপতি  অনিন্দ্য দেবের উদ্যোগে পাঠ্যপুস্তক বিতরণকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের এই মহতি উদ্যাগকে আমি স্বাগত জানাই।

 

জাতির যে কোন দুর্দিনে ছাত্রলীগের নেতা কর্মীরা মানুষের পাশে থাকে। তার প্রকৃষ্ট উদাহরণ কোতোয়ালী থানা ছাত্রলীগের অনিন্দ্য দেব। তিনি আরো বলেন, ছাত্রলীগ কান্না লুকিয়ে হাসতে জানে। মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকতে জানে। হ্যাঁ তাদের পকেটে  হয়তো তিনবেলা খাওয়ার টাকা থাকে না। কিন্তু তাদের বুকপাজরে বঙ্গবন্ধু থাকে, দেশপ্রেম থাকে। থাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ই”ছা শক্তি। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। ক্ষতিগ্রস্ত পরিবারের আঁধার কাটবেই। আমাদের সম্মিলিত শুভ ই”ছা ক্ষতিগ্রস্ত পরিবার গুলো ঘুরে দাড়াবে। আমি বিশ্বাস করি অসহায় মানুষের চরম দুর্দিনে তাদের পরম বন্ধু ছাত্রলীগের সাহসী যোদ্ধাদের মনে রাখবে। ধন্যবাদ ‘বাংলাদেশ ছাত্রলীগ’।

 

এসময় আরো উপস্থিত  ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ঈসা, রায়হান ইউসুফ, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সর্দ্দার, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ওসমান গণি মানিক, ইসতেহার উদ্দিন পারভেজ, মহানগর স্বে”ছাসেবক লীগ নেতা তারাপদ দাশ, যুবলীগ নেতা সামিউল হাসান রুমন, মহানগর ছাত্রলীগের আাইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফফাত বিন আমিন, শফিউল আলম জনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তামজীদ কামরান, স্বে”ছাসেবকলীগ নেতা শান্ত ঘোষ, কোতোয়ালী থানা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অঞ্জন দাশ, আব্দুল জুয়েল, হৃদয় দাশ প্রমুখ।

 

Print Friendly and PDF