চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের শার্শায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৪ ৬:০২ : অপরাহ্ণ

ওসমান গনি,বেনাপোল প্রতিনিধি : অসাম্প্রদায়িক বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে যশোরের শার্শা উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হয়েছে। শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে সকাল ১০ টার সময় র‍্যালী ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের যাত্রা শুরু হয়ে উপজেলা চত্তরে শেষ হয় ।
এ সময় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, ইউএনও নয়ন কুমার রাজবংশী, শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহাসহ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী বৈশাখী অনুষ্ঠানে যোগ দেয়। উৎসবে মাতে শিশু-কিশোরসহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। শেষে পান্তা-ইলিশের পাশাপাশি বিভিন্ন ভর্তা দিয়ে পান্তাসহ বিভিন্ন দেশীয় মুখরোচক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly and PDF