চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ঘর

প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৪ ৫:৪৫ : অপরাহ্ণ

 

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন লেগেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভাতে নন্দনকানন, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে। ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে কীভাবে সেখানে আগুন লাগলো, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

Print Friendly and PDF