চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের জীবনমান উন্নয়ন করাই একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৪ ১২:৫৩ : অপরাহ্ণ

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। সেজন্য সরকার পরিকল্পনা মতো কাজ করেছে বলেই দেশের উন্নয়ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকার লক্ষ্য স্থির রেখে পরিকল্পনা নিয়ে কাজ করেছে বলে দেশের উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে তখন মানুষ সেবা পেয়েছে। দেশের উন্নয়ন হয়েছে।

এসময় জনসেবায় বিশেষ নজর দিতে নতুন জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পারলে মানুষ আস্থা রাখবে, বিশ্বাস রাখবে।

 

Print Friendly and PDF