চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজা রেখে রক্ত দেয়া যায়?

প্রকাশ: ২৯ মার্চ, ২০২৪ ২:০৮ : অপরাহ্ণ

রোজার মধ্যে বিভিন্ন কাজে আমরা থাকি অতিরিক্ত সতর্ক। কোনটি করা যাবে, আর কোনটি যাবে না, এ নিয়ে অনেক ক্ষেত্রেই আমরা হই বিভ্রান্ত। এমনই একটি প্রশ্ন অনেকের মনেই আসতে পারে যে, রোজা রেখে কি রক্ত দেয়া যায়?

এর উত্তর হল, রোজা রেখে প্রয়োজনে নিজ শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্তদান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না।

কারণ, রক্ত দেয়ার কারণে কোনো বস্তু দেহে প্রবেশ বরেনি, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না।

 

তবে এমন বেশি পরিমাণে রক্ত দেয়া মাকরূহ; যার দ্বারা শরীরে দুর্বলতা আসে। (আল কাসানি ২/৯২, ইবনে আবিদিন ৩/৪০০, ফতোয়ায়ে হিন্দিয়া ১/২০০)

হাদিসে বর্ণিত আছে, আমাদের নবী কারীম (সাঃ) রোজা রেখে সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনো রোগীকে দেয়ার জন্য রক্ত দিলে, রোজার ক্ষতি হবে না।

 

আবার রোজা রেখে নিজে রক্ত নিলে যেহেতু এ রক্ত শরীরের উল্লেখযোগ্য চার নালির কোনো নালি দিয়ে শরীরে প্রবেশ করে না, বরং শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে; সুতরাং রোজাবস্থায় নিজে রক্ত গ্রহণ করলেও রোজা নষ্ট হবে না।

 

Print Friendly and PDF